গৌরীপুরে মহিলা আওয়ামী লীগের অবরোধবিরোধী মানববন্ধন ও অবস্থান কর্মসূচী
ওবায়দুর রহমান বৃহস্পতিবার দুপুর ০২:০৩, ৯ নভেম্বর, ২০২৩
গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামাতের হরতাল-অবরোধের নামে নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমন, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াওসহ সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ।
বুধবার বেলা ১১ টায় পৌর শহরের স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
পরে তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী করে।
মানববন্ধনে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শিউলি চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমেনা বেগম, সদস্য জেসমিন আক্তার, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি তাসলিমা আক্তার কলি, সাধারণ সম্পাদক জয়ন্তী রাণী দাস, অচিন্তপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা আক্তার, গৌরীপুর ইউনিয়নের সভাপতি শাহাজাদী জেসমিন, মইলাকান্দা ইউনিয়নের সভাপতি নুরজাহান সরকার নাজমা, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি নাসিমা আক্তার, ভাংনামারী ইউনিয়নের সভাপতি আনজুমান আরা বেগম, পৌরসভার ৭নং ওয়ার্ডের সভাপতি আবেদা খাতুন, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ আছিয়া খাতুন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক পরশমনি প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামাত দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করতে মাঠে রয়েছেন বলেও জানিয়েছেন তারা।