ঢাকা (সকাল ৬:০৭) বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে মইলাকান্দা ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষ, থানায় মামলা

অন্যান্য ২২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার বিকেল ০৪:২৯, ১৯ ডিসেম্বর, ২০২১

শত শত রাম দা, বিস্ফোরিত হচ্ছে একের পর এক ককটেল, আতংকে ছুটাছুটি করছে শতশত মানুষ। এভাবেই হামলা ও ভাংচুর চালানো হলো ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জের নির্বাচনী কার্যালয়ে।

এভাবেই নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি। কিছুতেই নিজের পরিচয় দিতে রাজি হলেন না। বললেন রিয়াদের লোকজন জানতে পারলে তার উপরও হামলা হতে পারে। শুধু নির্বাচনী কার্যালয় নয়, দোকান পাঠ ও বাসাবাড়িতেও এ সময় ভাংচুর করা হয়, ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।

যিনি হামলা করলেন তিনিও ইউপি চেয়ারম্যান প্রার্থী। উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান মোঃ রিয়াদুজ্জামান রিয়াদ। বিগত নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। আলোচিত শুভ্র হত্যা মামলাসহ প্রায় অর্ধশত মামলার আসামি। বেপরোয়া কর্মকান্ডের জন্য সবসময়ই তিনি থাকেন আলোচনার শীর্ষে।

এ ব্যাপারে জোসেফ উদ্দিন জর্জের বড় ভাই মঞ্জুর আলী বাদী হয়ে শনিবার রাতে ৫৯ জনকে আসামি করে ও আরও ১৫০ জনকে অজ্ঞাত রেখে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।

মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জ জানান, শনিবার রিয়াদের নেতৃত্বে শত শত সন্ত্রাসী রাম দা নিয়ে হামলা করে নির্বাচনী কার্যালয়, দোকান পাট ও বাসাবাড়িতে ভাংচুর করে। এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) মোঃ রিয়াদুজ্জামান জানান, এর পূর্বে নৌকার কর্মী-সমর্থকেরা তাদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও কার্যালয়ে ভাংচুর করেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ঘটনার পর পরই অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেfতারের জন্য অভিযান অব্যাহত আছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT