গৌরীপুরে ভেজাল পণ্য উদ্ধার, ৪০ হাজার টাকা অর্থদন্ড
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ সোমবার রাত ০৯:০২, ৫ জুলাই, ২০২১
ময়মনসিংহের গৌরীপুরে এক পাইকারী বিক্রেতার দোকান থেকে বিপুল পরিমান বিএসটিআই এর অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল পণ্য উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করে।
সোমবার (৫ জুলাই) বিকালে পৌর শহরের মধ্যবাজার এলাকায় মেসার্স পাল ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসব মালামাল উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান।
উদ্ধারকৃত পণ্যগুলো হলো নিম্নমানের দুই কার্টুন আচার, নিম্নমানের তেল, আমদানিকারকের নাম ছাড়া বিদেশি পণ্য, নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন খাদ্য ও প্রসাধনী সামগ্রী।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান জানান,পাল ব্রাদার্সে মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য পাওয়া গেছে। এসব নিম্নমানের পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ভোক্তা অধিকার আইনে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ময়মনসিংহের একটি দল, গৌরীপুর থানা পুলিশ ও গৌরীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম শফিক।