ঢাকা (রাত ৩:৩৬) শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

গৌরীপুরে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং

গৌরীপুরে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে প্রেস ব্রিফিং



বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।
সোমবার (২০ মার্চ) দুপরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন করা হয়।
এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান হযরত আলী, আল মুক্তাদির শাহীন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা।
ইউএনও জানান আগামী (২২ মার্চ) বুধবার সকাল ৯ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় গৌরীপুর উপজেলার উপকারভোগীদের মাঝে ২১ টি গৃহ হস্তান্তরের মাধ্যমে উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষনা করবেন।
উল্লেখ্য যে, এ উপজেলায় প্রথম পর্যায়ে ১০২টি, ২য় পর্যায়ে ২৫ টি, ৩য় পর্যায়ে ৪২ টি, চতুর্থ পর্যায়ে ২১টি সহ সর্বমোট ১৯০টি ঘর “ক” শ্রেণির ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT