ঢাকা (বিকাল ৩:৪৭) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার রাত ০৮:২৫, ১৪ ডিসেম্বর, ২০২৩

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ময়মনসিংহের গৌরীপুরের শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন গৌরীপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে প্রশাসনের উদ্যোগে শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধে মোমবাতি হাতে নিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল করিমের সভাপতিতে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদের স্মরণে দোয়া পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা হারুন অর রশিদ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT