ঢাকা (সকাল ১০:০৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock মঙ্গলবার রাত ১১:৪৯, ১৫ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোঁয়া দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে সাবান দিয়ে হাত ধোঁয়া প্রদর্শনীতে অংশ নেন। পরে উপজেলা পরিষদের পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. শাকিল আহমেদ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারি প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহেলর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা মিঠু, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপক দীরেশ চন্দ্র সরকার, উপজেলা সহকারি প্রোগ্রামার আবুল কালাম আজাদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাজমা বেগম, আমিন উল্লাহ মমতাজী, নজরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো বিপ্লব প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT