ঢাকা (রাত ১১:১৫) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে বিভিন্ন কর্মসূচী উদ্বোধন ও পরিদর্শন করলেন-ডিসি মিজানুর রহমান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ১১:৪৬, ৮ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর উদ্বোধন ও পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান।

এ সব কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলা পাবলিক হলে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগনের জন্য ”ইউনিয়ন পরিষদ ও প্রশাসন অবহিতকরণ” কোর্সের শুভ উদ্ভোধন, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ভ্যান গাড়ী প্রদান ও চেক বিতরণ, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পরিদর্শন, কোভিড ১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় আইসিটি টিচার্স ফোরাম ও ক্রিয়েটিভ টিচার্স ফোরামের সাথে করণীয় বিষয়ক মত বিনিময়, উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে মত বিনিময়, কোভিড ১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় অনলাইন এক্টিভিস্ট ও স্বেচ্ছাসেবকদের সাথে করণীয় শীর্ষক মত বিনিময়, উদ্দ্যোক্তা, ইউপি সচিব, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাদের সাথে মত বিনিময়, কোভিড-১৯ মোকাবেলায় উপজেলার সম্মানিত ইমামদের সাথে মত-বিনিময়, উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয় পরিদর্শন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন, গৌরীপুর জংশনে করোনা ভাইরাসের সচেতনতামূলক অভিযান ও পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুহেল রানা পাপ্পু সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT