ঢাকা (রাত ১:৪১) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে বিদ্যালয়ের দেয়ালে ময়লা রেখেই চলছে রঙয়ের কাজ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার বিকেল ০৪:২৬, ২১ জুন, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২০-২০২১ অর্থ বছরের ক্ষুদ্র মেরামত কাজের দুইলক্ষ টাকা বরাদ্দ পায় বিদ্যালয়টি। বরাদ্দকৃত টাকা দিয়ে চলছে বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন ও আসবাবপত্র মেরামতের কাজ।

রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়,এক যুবক বিদ্যালয়ের দেয়ালের ময়লা আবর্জনা পরিস্কার না করেই নতুন রং লাগাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আকন্দ (জিন্নত) বলেন, আমি গৌরীপুর যাওয়ার পথে স্কুলে দেখছি একটা ছেলে ময়লা পরিস্কার না করেই নতুন রঙ লাগাইতাছে।এই বিদ্যালয়ে নেই কোন কমিটি, একটি এডহক কমিটি করে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। ৪/৫ বছর যাবৎ বিদ্যালয়ের উন্নয়নমূলক কোন কাজ চোখে পড়ছে না। কয়েক বছর যাবত বরাদ্দকৃত ক্ষুদ্র মেরামতের টাকা বিদ্যালয়ের উন্নয়নের নামে এডহক কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকা মিলে লুটপাট করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমূদা জেসমিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ে দুলক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ টাকা দিয়ে বিদ্যালয়ের দেয়াল রঙ করা হচ্ছে. দরজা, ঘরের সিলিং ও আববাবপত্র মেরামত করা হবে।কিন্তু ময়লা আবর্জনার উপর রং করা হচ্ছে বিষয়টি আমার জানা নেই। এই কাজটি করাচ্ছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোজাহিদ স্যার। রঙ করা কারিগরের নাম জানতে চাইলে তিনি জানান এটিও মোজাহিদ স্যার বলতে পারবেন আমি তাহার পরিচয় জানিনা।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান এখানে বাজেট কম।১ লাখ ৫০ হাজার টাকা এর মধ্যে আনুষাঙ্গিক খরছ আছে ১০ হাজার টাকা, বাকী ১লাখ ৪০ হাজার টাকার কাজ করা হবে। ময়লার উপরে রং দেওয়ার কথা না, আজকে আমি যাই নাই, প্রধান শিক্ষকের সাথে কথা বলে দেখতে হবে বিষয়টা কি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের কাছে জানতে চাইলে তিনি জানান ময়লার উপর রঙ লাগানো কোন ভাবেই সম্ভব নয়। যদি এ রকম হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT