ঢাকা (সকাল ১০:৫৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

গৌরীপুরে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock বৃহস্পতিবার বিকেল ০৪:২৮, ২৬ জানুয়ারী, ২০২৩

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে গৌরীপুর থানা পুলিশের আয়োজনে পৌর শহরের স্থানীয় শহীদ হারুন পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শফিকুল ইসলাম হবি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন প্রমুখ।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT