গৌরীপুরে বিট পুলিশিং কার্যক্রমে সমাবেশ
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ শনিবার রাত ১১:০২, ১৭ অক্টোবর, ২০২০
সারা দেশের ন্যায় শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সদরসহ ১০ টি ইউনিয়নে ধর্ষন – নিপীড়ন,নারী নির্যাতন, নেশা, বকাটেপনা, বাল্য বিবাহ রোধ কল্পে সচেতনতা মূলক বিট পুলিশিং কার্যক্রম এর সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরীপুর পৌর শহরে বাসস্ট্যান্ডে থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান’র সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম -আহবায়ক বিল্লাল হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর আতাউর রহমান আতা, নূরুল ইসলাম, শিউলি চৌধুরী, দিলোয়ারা বেগম, সতিশা পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিন, মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান উল্লাহ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন এস আই নজরুল ইসলাম, এস আই নাইমুল ইসলাম।
এ ছাড়া মইলা কান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান রিয়াদুজ্জামানে সভাপতিত্বে এস আই এমদাদুল হকের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২নং গৌরীপুর ইউনিয়নে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্ব ও এস আই সোলায়মানের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। অচিন্তপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে ও এস আই উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাওহা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও এস আই মাইনূল রেজার সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। সহনাটি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্ব ও এস আই সামছুল হকের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। বোকাইনগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিবের সভাপতিত্বে ও এ এস আই মনিরুল ইসলামের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রামগোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনির সভাপতিত্ব ও এএসআই জামাল হোসেনের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। ডৌহাখলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও এস আই বাসারের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভাংনামারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মফিজুর নূর খোকার সভাপতিত্বে ও এস আই মিজানুর রহমানের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এ এস আই কামরুল হাসান। ১০ নং সিধলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মাষ্টারের সভাপতিত্বে ও ওসি তদন্ত কামাল হোসেনের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এ এস আই নাইমূল হাসানসহ এলাকা সর্ব স্থরের লোকজন উপস্থিত ছিলেন।