ঢাকা (রাত ৯:২১) বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১০:৫৬, ২৬ মার্চ, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, ইসলামি সংগীত পরিবেশন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ মার্চ) রাতে এ উপজেলার মুখুরিয়া সিদ্দিকিয়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম সামদানী খান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

গোলাম সামদানী খান সুমনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ডাঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জায়েদুর রহমান, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আব্দুর রউফ মোস্তাকীম, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু, ইউপি সদস্য আবুল হাসিম প্রমুখ।

এর আগে ময়মনসিংহের আলোর মিনার শিল্পী কাফেলার শিল্পী ফেরদৌস আল আজাদের নেতৃত্বে একদল ইসলামি শিল্পী এতে সংগীত পরিবেশন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT