ঢাকা (রাত ৯:১৪) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ১১:৪২, ২৪ জুন, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে জুবায়ের হোসেন (১) বুধবার (২৩জুন) বিকালে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, মায়ের কোলে থাকা শিশুটিকে বাহিরে বসিয়ে রেখে রান্না করছিলো তার মা। বাবাও একমাত্র সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে বাড়ির পাশের পুকুরে নেট দিয়ে বেষ্টন করে রেখেছিলো, যাতে তার ছোট্ট ছেলেটি পুকুরে পড়ে না যায়। কিন্তু সেই পুকুরে ছেলেটি যায়নি।হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে খেলা করতে গিয়ে অন্য একটি পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা উপজেলার আহসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা ও মা পাগলপ্রায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT