ঢাকা (রাত ১০:৫৪) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিভিন্ন কর্মসূচিতে গৌরীপুরে নববর্ষ উদযাপিত

বিভিন্ন কর্মসূচীতে গৌরীপুরে নববর্ষ উতযাপিত

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock শনিবার বেলা ১২:৪২, ১৫ এপ্রিল, ২০২৩

পুরোনো আবর্জনা, গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যেমে সামনে যাওয়ার প্রত্যয়ে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচীতে নববর্ষ উদযাপিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ বরণ ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

বর্ষবরণের দিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিভিন্ন কর্মসূচীতে গৌরীপুরে নববর্ষ উতযাপিত

উপজেলা নির্বাহী অফিসার ফৌজীয়া নাজনীন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, গৌরীপুর সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ওস্তাদ এম এ হাই, সরকার শুদ্ধ বিদ্যায়তনের ওস্তাদ এম এ মালেক প্রমুখ।

বিভিন্ন কর্মসূচীতে গৌরীপুরে নববর্ষ উতযাপিত

উপজেলা পরিষদ চত্বরে এডরা বাংলাদেশের আয়োজনে ঐতিহ্যবাহী আবহমান গ্রামীণ জিনিসপত্রের প্রদর্শনী করে।
পরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বর্ষবরণ কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এডরা বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT