ঢাকা (রাত ২:১৫) মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ১১:২২, ৭ জুন, ২০২২

মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ময়মনসিংহের গৌরীপুরে, দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

এর আগে মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালায়। অভিযানে ৫৫০ গ্রাম গাঁজা সহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে; মোঃ বাবুল মিয়া(২২)কে ১০ মাস কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে; মোঃ মাসুদ করিম(৪৪)কে ৩ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, জব্দকৃত মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT