ঢাকা (সকাল ১০:৩৩) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার রাত ১১:৪৪, ২৭ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ০৩ (তিন) টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম স্বাক্ষরিত এ পত্রে এ নিয়োগ দেয়া হয়।

পত্রে উল্লেখ করা হয় যে, ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলার ০৩ (তিন) টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনগণ দীর্ঘদিন যাবত অনুপস্থিত রয়েছেন এবং উদ্ভুত পরিস্থিতে জটিলতা তৈরী হওয়ায় প্যানেল চেয়ারম্যানবৃন্দ কাজ না করায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যঘাত ঘটছে। ফলে উক্ত ইউনিয়নসমূহের নাগরিকগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সরকার বিভাগ, ইউপি-০১ শাখা এর ১৯-০৮-২০২৪ তারিখের ৩৬৪ নং পরিপত্রের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১০১ ও ১০২ প্রয়োগ পূর্বক গৌরীপুর উপজেলার ০৩(তিন) টি ইউনিয়ন পরিষদে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলে।

উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোহাম্মাদ হারুন অর রশিদ, ৬নং বোকাইনগর ইউনিয়ন পরিষদে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ রাকিবুল হাসান, ১০নং সিধলা ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুবকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT