গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ওবায়দুর রহমান বৃহস্পতিবার রাত ০৮:৩৪, ৩১ অক্টোবর, ২০২৪
ময়মনসিংহের গৌরীপুরে দাখিল, আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও জাতীয় শিক্ষা সপ্তাহে সেরা হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামাবাদ মাদ্রাসার উদ্যোগে এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা একামেমিক সুপারভাইজার কমল কুমার রায়, মাদরাসার দাতা সদস্য সাংবাদিক মো. শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক সুজিত কুমার দাস, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, মাদরাসার সহকারী অধ্যাপক মো. মাহবুব আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. শাফি আহমেদ।
সংবর্ধিতরা হলেন দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত খন্দকার সুলতানুল আরেফিন নাঈম, আলী হোসেন ইমন, রামিম আহমেদ, আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হোসনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, তানিয়া আক্তার, কবিতা আক্তার, জাতীয় শিক্ষা সপ্তাহে সেরা ক্বেরাত ও হামদে মুশফিকুর রহমান, কেরাত ক গ্রুপে তৌহিদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, অধ্যাপক মোঃ জৈন উদ্দিন, মো. মাহবুবুল আলম, মোঃ নুর ইসলাম, ফাতেমা আক্তার, মো. এমদাদুল হক, সহকারী শিক্ষক বিলকিছ আঞ্জুমান আরা, মো. ইয়াহিয়া, ফারজানা নাসরিন, মো. ইদ্রিস আলী প্রমুখ।