গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ওবায়দুর রহমান বৃহস্পতিবার রাত ১১:২৬, ৭ নভেম্বর, ২০২৪
ময়মনসিংহে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে গৌরীপুর পৌর শহরে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে শহরের ধানমহাল এলাকায় সমাবেশ করে।
জাতীয় বিপ্লব ও সংহতি উদযাপন কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনা তার পিতার ধারক-বাহক হয়েছিলেন। ৫ই আগষ্টে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য আরেকটি ফ্যাসিবাদি স্বৈরশাসকের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া ওয়ান ইলেভান সরকারের সময়ও জেল খেটেছেন কিন্তু দেশের মাটি ছেড়ে বিদেশে যান নাই।
তিনি আরও বলেন, আমাদের পাশর্^বর্তী প্রতিবেশি দেশ ভারতকে যেমন শত্রæ হিসেবেও মনে করি না তেমনি প্রভু হিসেবেও মনে করি না। আমরা মনে করি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, স্বামী-স্ত্রীর কোন বন্ধন রাখতে চাই না। সকল দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনের বিএনপি সরকার গঠন করলে সেটি হবে বিএনপির পূর্ণাঙ্গ বিজয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান সিরাজের সঞ্চালনায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল, সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান কিরণ, আব্দুল মান্নান তালুকদার, নাসিমুল গনি সোহেল, সালাহ উদ্দিন বকুল, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আতাউর রহমান আতা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, সদস্য জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম উদয় ও কামরুল ইসলাম পিয়াস প্রমুখ।