ঢাকা (রাত ১০:৩১) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ০৯:২৩, ৫ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত গৃহবধূ পারুল আক্তার (৫০) শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শনিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার সিধলা ইউনিয়নের সিধলা গ্রামে। নিহত পারুল সিধলা গ্রামের মোঃ আব্দুল আজিজের স্ত্রী। সংঘর্ষে আরও ৫ জন গুরুতর আহত হয়।

জানা যায়, আব্দুল আজিজ ও আব্দুল মোতালেব সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আজিজের স্ত্রী পারুল আক্তার ফিরাইতে আসলে প্রতিপক্ষের আঘাতে সে আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল মোতালেবসহ ৬ জনকে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT