ঢাকা (রাত ১১:১৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে চোরাই ট্রাকসহ একজন গ্রেফতার

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ১০:৪৭, ২৮ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে চোরাই ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে গৌরীপুর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি কিশোরগঞ্জের তাড়াইলের দাউতপুর গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৮)।

জানা গেছে, সোমবার ভোর রাতে চার/পাঁচ সদস্যের একটি দল চোরাই ট্রাক নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রামগোপালপুর এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজালালের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও মোঃ রফিকুল ইসলামকে আটক ও ট্রাক জব্দ করে পুলিশ। পরে সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনায় মামলা দায়েরের পর আসামি আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি ধরার চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT