ঢাকা (রাত ৪:৫৬) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে চেয়ারম্যানকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১০:৫৪, ৭ আগস্ট, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হত্যার হুমকি প্রদান করায় স্থানীয় রউজ বিদ্যানিকেতনের পরিচালক আব্দুল্লাহ (৫২)কে শুক্রবার (৬ জুলাই) গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ।

তিনি নন্দীগ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে।

মামলা সূত্রে জানা গেছে, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার চূড়ালী মৌজায় ৯৭৭ নং দাগে ৭ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত ভূমিতে টিনশেড ঘর নির্মান পরিদর্শনে গেলে আব্দুল্লাহ গংদের সাথে জমির সীমানা নিয়ে তর্কাতর্কি হয় তার। এক পর্যায়ে আব্দুল্লাহর হুকুমে তার ছেলে সেলভী দলবল নিয়ে রউজ বিদ্যানিকেতন থেকে রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্রাদিসহ চেয়ারম্যানের উপর হামলা চালায়।

এ ঘটনায় গত শুক্রবার গৌরীপুর থানায় চেয়ারম্যানের মামা মোঃ চুন্নু হাসান রাজু বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন আব্দুল্লাহর ভাই আবুল কাশেম (৩৫), ছেলে সেলভী (২৪) ও রেজভী (১৯)।

ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার বলেন, ঘটনার দিন গৌরীপুর থেকে ফেরার পথে উল্লেখিত জায়গায় নির্মানাধীন ঘর পরিদর্শন করতে যাই। এসময় আব্দুল্লাহ গং আমার উপর হামলা চালায় ও হত্যার হুমকি প্রদান করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT