গৌরীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সনদপত্র ও ক্রেস্ট বিতরণ
এস এম সাখাওয়াত মঙ্গলবার দুপুর ০১:২৩, ১০ সেপ্টেম্বর, ২০২৪
দৈনিক যুগান্তরের ২৫তম জন্মোৎসব ও অমর একুশে উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার বিকেলে চিত্রাংকন প্রতিযোগিতার সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
বিজয়ী প্রতিযোগিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
এ সময় তিনি বলেন, প্রত্যেক শিশু মানবিক-মূল্যবোধসম্পন্ন ও উন্নত সংস্কৃতিমনষ্ক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজ-সংস্কৃতি, সাহিত্যাঙ্গনে তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে। স্বজনরা সেই কাজ করে যাচ্ছে। তাদের প্রত্যেকটি অনুপ্রেরণামূলক আয়োজন দেখে খুব ভালো লাগে।
অনুষ্ঠানে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যাক্ষ মো. এমদাদুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর উপজেলা প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিভা মডেল স্কুলের পরিচালক অমল চন্দ্র দাস, স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, মো. আব্দুল মালেক, রমজান আলী মুক্তি, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, লুৎফা বেগম রূপা, মাহমুদা আক্তার রিপা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তাসজিনা আফরিন এ্যানি, সাংবাদিক শামীম আলভী, রমজানুর রহমান নাজিম, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, তাসাদদুল করিম প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত বিজয়ীরা হলেন ক গ্রুপ (দ্বিতীয় শ্রেণি) : ১ম (যৌথভাবে) প্রতিভা মডেল স্কুলের সুরেশ্বরী দাস অর্কিড, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৃত্তিকা রহমান মিঠি, ২য় দি চাইল্ড বেøাজম কিন্ডারগার্টেনের রামিসা লুবনা রাইসা, ৩য় চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেনের ফাতিহা বিনতে মালেক নাবা।
খ গ্রুপ (৩য় শ্রেণি) : ১ম গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সায়েবা, ২য় দি চাইল্ড বেøাজম কিন্ডারগার্টেনের দৃশ্নিতা সাহা, ৩য় প্রতিভা মডেল স্কুলের তাহমিদ।
গ গ্রুপ (৪র্থ শ্রেণি) : ১ম চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের হোমায়ারা তাসনিম আসফি, ২য় গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফসিরুল আমিন তন্ময়, ৩য় প্রতিভা মডেল স্কুলের ফাইজা আজাদ।
ঘ গ্রুপ (পঞ্চম শ্রেণি) : ১ম দি চাইল্ড বেøাজম কিন্ডারগার্টেনের দেবজিৎ দেবনাথ অর্থ, ২য় চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের সুজানা রহমান নাবা, ৩য় জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঋবর্নিকা ঘোষ প্রথমা।
ঙ গ্রুপ (৬ষ্ঠ শ্রেণি): ১ম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পল্লবী ঘোষ, ২য় সায়মা সাহাব একাডেমির মো. রুব্যায়েত হাসান শায়েন, ৩য় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তাফান্নুম মোস্তারিজ।
চ গ্রুপ (৭ম শ্রেণি) : ১ম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সূচনা দাস, ২য় তাহযীব লামিসা আহমেদ রায়া, ৩য় মাহমুদা নুসরাত মৃদু।
ছ গ্রুপ (৮ম শ্রেণি) : ১ম নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মম দাস, ২য় গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম শাহরিয়ার জয়।
জ গ্রুপ (৯ম শ্রেণি) : ১ম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হোমায়রা তাবাসসুম আরাবী, ২য় খাদিজাতুল সাদিয়া, ৩য় গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিনব ভৌমিক সূর্য।
ঝ গ্রুপ (১০ ম শ্রেণি) : ১ম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছা. হালিমাতুস সাদিয়া, ২য় নূসরাত জাহান মীম, ৩য় মার্দিয়া মীম ঋতু।
ঞ গ্রুপ (কলেজ-বিশ্ববিদ্যালয়) : ১ম (যৌথভাবে) বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থী মাহমুদা রহমান মুন্নী, গৌরীপুর সরকারি কলেজের অন্তরা রানী দাস, ২য় লাবন্য জাহান মুক্তা, ৩য় প্রিয়ন্তি রানী সরকার।
ট গ্ররুপ (প্লে-নার্সারী) : ১ম দি চাইল্ড বেøাজম কিন্ডারগার্টেনের মুহাম্মদ তাসরিফ আলম, ২য় মুশতারী রহমান মায়া, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিনহা জান্নাত।