ঢাকা (রাত ৩:০৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে চার মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা প্রদান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার বিকেল ০৫:৩২, ১০ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে চারজনকে দণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

জানা যায়, রবিবার সকাল থেকে অভিযান চালিয়ে মাছুয়াকান্দা মহল্লার মৃত. আরশেদ আলীর ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৫) ও  উত্তর বাজার দাড়ি মহালের মৃতঃ আবুল খালেকের ছেলে সুমন (৩৫),পশ্চিম কোনাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মোখলেছ (২০) ও গোলকপুর এলাকার মরযত আলীর ছেলে রকি মিয়াকে (২০) গাঁজাসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মিন্টুকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা, সুমনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা, মোখলেছকে চার মাসের কারাদণ্ড ৩০০ টাকা ও রকিকে তিন মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT