ঢাকা (দুপুর ১:২০) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেফতার

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ০৮:৩১, ৬ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে যানবাহন চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রবিবার (৫জানুয়ারি) রাতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে এই তিন ব্যক্তিকে গ্রেফতারের পর গৌরীপুর থানায় হস্তান্তর করে।

গ্রেফতারকৃতরা হলো গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার আলতাব হোসেনের ছেলে জুনায়েত আহম্মেদ (২৩), পৌর শহরের ইসলামাবাদ মহল্লার মৃত হোসেন আলীর ছেলে মোঃ মিলন মিয়া (৪৮) ও সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামের আহাম্মদ আলীর ছেলে মোঃ ইমরান (২৫)।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, যানবাহন চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগে গৌরীপুর পৌরসভার কর্মচারী আহাম্মদ আলী বাচ্চু বাদী হয়ে তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন। সোমবার গ্রেফতারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT