গৌরীপুরে গান-কবিতা-শ্লোগানে ধর্ষণ বিরোধী সংক্ষোভ কর্মসূচী পালিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ মঙ্গলবার রাত ০৮:৩৭, ১৩ অক্টোবর, ২০২০
দেশব্যাপী ধর্ষণ-নিপীড়ন এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবীতে ময়মনসিংহের গৌরীপুরে ‘ধর্ষন-নিপীড়ন বিরোধী জনতা’ (১৩ অক্টোবর) মঙ্গলবার বিকালে ৫ টায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ বিজয়’৭১ প্রাঙ্গণে ‘গান-কবিতা-শ্লোগানে’ প্রতিবাদী সংক্ষোভ কর্মসূচী পালন করেছে।
‘ধর্ষন-নিপীড়ন বিরোধী জনতা’র সমন্বয়ক এম হাসান শুভ’র সভাপতিত্বে ও ছাত্রনেতা এনামুল হাসান অনয়ের সঞ্চালনায় সংক্ষোভ কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ক্ষেতমুজুর সমিতির নেতা হারুন আল বারী, ক্ষেতমজুর নেতা আব্দুল লতিফ, ওবায়দুর রহমান, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর নাজিম উদ্দিন আহমেদ, শিক্ষক উজ্জল চন্দ্র রবি দাস, কবি অনুপম ঘোষ, ছাত্রনেতা লিংকন, ছাত্র নেতা আলী আশরাফ আবির, অর্ক দত্ত, প্রীতিলতা ব্রিগেড নেত্রী নাঈমা জাহান চৌধুরী প্রীতি, অর্পিতা কবীর অ্যানী, সাদিয়া আফরিন দিশা প্রমুখ। কর্মসূচীতে বক্তারা মন্ত্রীসভায় পাসকৃত আইনের দ্রæত বিচারিক বাস্তবায়ন করার আহবাণ করেন।
কর্মসূচীতে প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক নেতা মোঃ শহীদুল্লাহ, প্রভাষক মোখলেছুর রহমান। গান পরিবেশন করেন শতাব্দি দাস শুভ ও অনন্ত আচার্য্য।