ঢাকা (সন্ধ্যা ৬:১০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গৌরীপুরে গণপাঠাগারের প্রধান পরিচালক ‍আরশাদ আলীর স্মরণে তিন দিনের শোক ঘোষণা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার সন্ধ্যা ০৬:০৪, ২২ আগস্ট, ২০২১

গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলীর স্মরণে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। গৌরীপুর গণপাঠাগারের পক্ষ থেকে ২২-২৪ আগস্ট তিনদিন ব্যাপী এ শোক ঘোষণা করা হয়। শোক র‍্যালী, শোক বই উন্মোচন ও শেষদিন স্মরণ সভা ও মিলাদ মাহফিলের ঘোষণা করা হয়েছে।

প্রথমদিন রবিবার ১১টায় শোক র‍্যালীটি গৌরীপুর কালিখলা থেকে শুরু হয়ে সরকারি কলেজ রোডে কালিপুর মরহুমের বাস ভবনের সন্নিকটে পারিবারিক গোরস্থানে শেষ হয়। এসময় গৌরীপুর গণপাঠাগারের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর রুহের মাগফেরাত কামনা করা মোনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর গণপাঠাগারের সহযোগী প্রধান পরিচালক সত্যেন দাস, পরিচালক মন্ডলীর সদস্য- মাওলানা এমদাদুল হক, কাজী আব্দুল্লাহ আল মামুন, মোঃ রইছ উদ্দিন, আমিরুল মোমেনীন, আরিফ আহম্মেদ প্রমুখ।

এছাড়াও এতে অংশ গ্রহণ করেন- কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুণ আল বারি, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থাপক আওলাদ হোসেন জসীম, আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম পলাশ মাজহার, মরহুমের ছেলে নুরুল মঈন মনন, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, উদীচী গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলী গত ২০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যু বরণ করেন।

গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর জানান- প্রধান পরিচালকের মৃত্যুর সময় দেশে করোনার কঠোর লকডাউন চলমান থাকায় কোন আনুষ্ঠানিকতা পালন সম্ভব হয়নি। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গৌরীপুর গণপাঠাগারের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT