ঢাকা (সকাল ৭:৫৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় যুবককে আদালতে সোপর্দ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার বিকেল ০৫:৫০, ১ মে, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় কালীপুর মধ্যমতরফ (কলাবাগান) এলাকার এক কিশোরী (১৬) কে ধর্ষণ চেষ্টায় মোঃ শরীফুল ইসলাম মিন্টু (২৬) নামের এক যুবককে গৌরীপুর থানা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গৌরীপুর থানায় শনিবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০১, তারিখ- ০১/০৫/২০২১ইং।

মামলার বিবরণীতে জানা গেছে, ভিকটিমকে ৬/৭ মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে ও মোবাইল ফোনে উত্যুক্ত করতো মিন্টু। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ওই দিন সন্ধ্যায় কিশোরীকে তার মামা মোনায়েম খান পাঠানের বাসার সামনে একা পেয়ে জোরপূর্বক ধরে ঘরের ভিতর নিয়ে যায়। পরে ধর্ষণ চেষ্টাকালে ভিকটিমের চিৎকারে প্রতিবেশিরা গিয়ে তাকে উদ্ধার করে।

পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করলে, ধর্ষককে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শরীফুল ইসলাম মিন্টুর বাড়ী নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামে, তার বাবার নাম মোঃ আঃ ছালাম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT