ঢাকা (সকাল ১১:০৭) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে একে অপরকে লাঞ্চনার ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০২:২৫, ৩ নভেম্বর, ২০২১

তুচ্ছ ঘটনায় একে অপরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ে এমন ঘটনায় হতভম্ব অভিভাবক ও ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা আক্তার ও বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী জুয়েল মিয়া।

জানা যায়, ধোপাজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শাহনাজ পারভীন ও শারমিন সুলতানা গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে একে অপরকে শারিরীকভাবে লাঞ্ছিত করেছেন।
এঘটনায় মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী শিক্ষক শারমিন সুলতানা।

অভিযোগে জানা গেছে, ধোপাজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শারমিন সুলতানা বর্তমানে ময়মনসিংহে পিটিআই প্রশিক্ষণে আছেন। ছুটিতে বাড়িতে এসে ২৮ অক্টোবর তিনি সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বিদ্যালয়ে যান। এসময় সহকারী শিক্ষক রুনা আক্তার ও বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী জুয়েল মিয়ার সম্মুখে তুচ্ছ ঘটনায় শারমিন সুলতানাকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন।

অভিযোগের বিষয়ে শাহনাজ পারভীন বলেন-আমাকে আগে মেরেছে পরে আমি শারমিন সুলতানাকে মেরেছি।

গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন- লিখিত অভিযোগ তিনি হাতে পাননি। ঘটনাটি মৌখিকভাবে জানার পর সহকারী শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী জান্নাতকে বিষয়টি খতিয়ে দেখতে দায়িত্ব দেয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT