ঢাকা (রাত ১০:৪৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ইয়াবা ও হিরোইনসহ যুবক আটক,১৫ মাসের জেল-জরিমানা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ১১:৪৮, ৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে মোশারফ হোসেন লিংকন (২৭) নামে স্থানীয় এক যুবককে ইয়াবা ও হিরোইনসহ আটকের পর ভ্রাম্যমান আদালতে ১৫ মাসের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে পৌরীপুর পৌর শহরের উত্তর বাজার মোড় এলাকায় ওই যুবককে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ এ সাজা দেন।

দন্ডপ্রাপ্ত যুবক এ উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, ঘটনার দিন রাতে উল্লেখিত যুবক মটর সাইকেলের সিটের ভেতর লুকিয়ে ইয়াবা ও হিরোইন সেবনের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিল। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে তাকে আটক করে সাজা দেয়া হয়।

এ অভিযানে সহযোগিতা করেন গৌরীপুর এসআই মাইনুল রেজা, এএসআই মনিরুজ্জামান , এএসআই আলমগীরসহ সঙ্গীয় পুলিশ ও আনসার সদস্যরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT