ঢাকা (দুপুর ১:৪২) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪৮ জনকে আসামী করে মামলা দায়ের

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ০২:১১, ৬ জুন, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে, দুই গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় রবিবার (৫ জুন) গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন নিহতের ভাতিজা শেখ হালিম। এ মামলায় ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমানসহ ৪৮জনকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ জুন) রাতে শাহগঞ্জ বাজারে খাট তৈরীর ঘটনাকে কেন্দ্র করে, ইউপি সদস্য সবুর মিয়া শাহগঞ্জ গাগলা মোড়ের কাঠমিন্ত্রি আব্দুর রাশিদের মাঝে ঝগড়া হয়। এই ঘটনার রেশ ধরে খান্দার ও গাগলা এই দুই গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষে খান্দার গ্রামের মৃত জাফর আলীর পুত্র আবুল কালাম (৬০) নিহত হয় এবং মমতাজ উদ্দিন ওরফে হিরা (২৭), রাকিবুল ইসলাম (২৮), শেখ হালিম (৩৮) ও শাহজাহান (৩০) গুরুতর আহত হয়। আবুল কালামের মৃত্যুর ঘটনায় বেশকিছু দোকানপাট ভাংচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।

জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে শুক্রবার সকালে শাহগঞ্জ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে গ্রামবাসী। পরে প্রশাসনের কর্তা-ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। শুক্রবার আবুল কালামের লাশের ময়নাতদন্ত শেষে রাতে লাশ দাফন করা হয়।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমানসহ ২৩ জনের নামসহ এবং ২০/২৫জন অজ্ঞাতনামা আসামী করে নিহতের ভাতিজা শেখ হালিম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT