ঢাকা (সকাল ৯:৫২) বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে সেরা স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার রাত ০৮:১১, ৫ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ৬জনকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

সংবর্ধিতরা হলেন রাকিবুল হাসান রাব্বী, কাউসার আহমেদ নিলয়, জাহিদুল ইসলাম মুকিব, মোফাজ্জল হোসেন, আফরিনা আক্তার আশা, রাজিবুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব।

রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহম্মেদ নাজিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ূব, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের তরিকুল ইসলাম, গৌরীপুর সরকারি কলেজের রোভার ইফাত আরা শেখ, ক্লিন আপ গৌরীপুরের সমন্বয়কারী প্রভাত সরকার, তানজিনা আফরিন এ্যানি।

এছাড়াও বক্তব্য রাখেন রক্তদান ফাউন্ডেশনের সহসভাপতি ইমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিমুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তাহনিম আহমেদ সালমান, অর্থ সম্পাদক রাজিবুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সামিউল সোয়াদ, ব্যবস্থাপনা সম্পাদক রাকিবুল হাসান রাব্বী, সাংস্কৃতিক সম্পাদক অন্তরা রানী দাস, সমাজসেবা সম্পাদক রাকিবুল হাসান শান্ত, প্রচার সম্পাদক সুপ্রিয় নন্দ পাল, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম মুকিব, সহ সমাজসেবা সম্পাদক মোফাজ্জল হোসেন, আফরিনা আক্তার আশা, তাসফিয়া আক্তার তমা, লাবন্য জাহান মুক্তা, রৌওজাতুল জান্নাত, আতিকুল হাসান সানি, রানি আক্তার স্বর্ণা প্রমুুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT