গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
ওবায়দুর রহমান মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩২, ১০ ডিসেম্বর, ২০২৪
‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ গৌরীপুর উপজেলা কমিটির উদ্যোগে সকাল ১১ টায় উপজেলার পৌর শহরের মহিলা কলেজ সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি মোঃ শওকত হোসেন সুমন।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আয়নাল হক অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি নিবিড় রায়, সহ-সভাপতি আইরিন আক্তার, মোঃ মোখলেছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক শেফালী রাণী দেবী, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মানবাধিকার সকল মানুষের জন্মগত অধিকার। জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক অবস্থা, বিশ্বাস, শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সার্বজনীন ও সবার জন্য সমান।