ঢাকা (রাত ৪:৫৯) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার সন্ধ্যা ০৬:৩২, ১১ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা সোমবার (১১ অক্টোবর) বেলা ১২টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজন নিরসন, মাদক নির্মূল, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বেপরোয়া মটর সাইকেল আরোহী বখাটেদের নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ ও প্রাইমারী স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তদের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এ সভায়।

এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নিকহাত আরা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম, অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, সাপ্তাহিক রাজ গৌরীপুর পত্রিকার প্রকাশক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল ইসলাম, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT