ঢাকা (সকাল ৬:১৬) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কম্বল উপহার

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার সন্ধ্যা ০৭:০৬, ১৩ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের নতুন কম্বল উপহার দেয়া হয়েছে।

সোমবার বিকালে গৌরৗপুর পৌর শহরের উত্তর বাজার আইএফআইসি ব্যাংক উপশাখার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আইএফআইসি ব্যাংক গৌরীপুর উপশাখার অফিসার ইন ইনচার্জ মেহেদি হাসান মুরাদ ও ট্রানজেকশন সার্ভিস অফিসার মোঃ সোহানুর রহমান অতিথি থেকে দুস্থদের মাঝে উপহারের নতুন কম্বল তুলে দেন।

অপ্রত্যাশিত ভাবে নতুন কম্বল উপহার দুস্থ , অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটে উঠে।

রুমা আক্তার বলেন, শীতের মধ্যে গরম কাপড় না থাকায় খুব কষ্ট হচ্ছিল। আজকে ব্যাংকের লোকজন নতুন আমাদের ব্যাংকে নিয়ে এসে নতুন কম্বল উপহার দিয়েছে। আমরা খুব খুশি।

 

আইএফআইসি ব্যাংক গৌরীপুর উপ-শাখার অফিসার ইন ইনচার্জ মেহেদি হাসান মুরাদ বলেন, কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে অনেক ছিন্নমূল ও শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আইএফআইসি ব্যাংক চল্লিশ জন দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষকে নতুন কম্বল উপহার দিয়েছে। অপ্রত্যাশিতভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষেরা যে খুশি হয়েছে এটাই আমাদের পরম প্রাপ্তি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT