ঢাকা (দুপুর ১২:৪৩) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে অবরোধবিরোধী শান্তি মিছিল ও সমাবেশ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার সকাল ০৯:০৮, ১৩ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা অবরোধে প্রতিবাদে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) বিকেলে বিএনপি-জামাতের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রতিবাদে পৌর শহরে এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শান্তি মিছিলশেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, অর্থ বিষয়ক সম্পাদক সুশান্ত সাহা প্রেমু, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি কাজিম উদ্দিন, সহনাটী ইউনিয়নের সভাপতি রুহিদাস আচার্য্য, ভাংনামারী ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অব:) নূরুল ইসলাম, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, উপজেলা মহিলা লীগের আহবায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবুল কালাম, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব, রামগোপালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মইলাকান্দা ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন রায়, ডৌহাখলা ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন উজ্জল, কামাল হোসেনসহ বিভিন্ন স্তরের দলীয় ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT