ঢাকা (দুপুর ১:৫২) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরকে পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে মানববন্ধন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩৬, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরের ঐতিহাসিক স্থাপনা ও প্রাচীন নিদর্শনগুলো সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় সংগঠন ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড ও এসিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. ফজর আলী, ক্রিয়েটিভ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ , আব্দুস সালাম, পিন্টু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এখানে রয়েছে মুঘল-সুলতানি ও ইংরেজ আমলের বহু প্রাচীন নিদর্শন, জমিদার বাড়ি, সখিনা বিবির সমাধি, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুর‌্যাল, ৫৩ ফুট উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ নানান স্থাপনা। এই স্থাপনাগুলো প্রতœতত্ত¡ অধিদপ্তরের তালিকাভুক্ত করে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানানো হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT