ঢাকা (রাত ১১:৪৭) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গোবিন্দগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ সদস্যসহ করোনা আক্রান্ত আরো ৩

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার ১২:৪৪, ১২ জুন, ২০২০

তারেক আল মুরশিদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ৯ই জুন মঙ্গলবার এক জুয়েলার্সের মালিক এবং পুলিশ সদস্যসহ আরও তিনজনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তরা হচ্ছেন গোবিন্দগঞ্জে থানার এসআই আসাদুল ইসলাম (৩৪), গোবিন্দগঞ্জ শহরের কল্পনা জুয়েলার্সের স্বত্বাধিকারী সাধন চন্দ্র (৫৪) ও ৩য় ব্যাক্তির নাম উত্তম চন্দ্র(৩১)। এরা দুজনই গোবিন্দগঞ্জ পৌরসভার (মধ্যপাড়া ও ক্ষত্রীপাড়া), বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

এ নিয়ে গোবিন্দগঞ্জে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল-৪০জন।সেই সাথে বগুড়া শজিমেকে ল্যাবে শনাক্তকৃত গোবিন্দগঞ্জের বাসিন্দা ৬জন যুক্ত করলে এ উপজেলায় মোট শনাক্ত সংখ্যা দাঁড়াবে-৪৬জন। এর মধ্যে ২ জন মারা গেছে ৮ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে।বাকী ৩৫ জন চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা হতে প্রেরিত রংপুর পিসিআর ল্যাবে নতুন ১১টি এবং পুরাতন ৭টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে নতুন তিনজনের পজিটিভ এবং ৮জনের নেগেটিভ ফলাফল আসে।পুরাতন ছয়জনের পুনরায় পজেটিভ ফলাফল এসেছে। জানা গেছে এ উপজেলা হতে প্রেরিত এখনো রংপুর ল্যাবে ১২৩ নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে

নতুন আক্রান্তের এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT