ঢাকা (দুপুর ১:৪৮) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-৭

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০১:৩৪, ১৪ মে, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও কয়েক জন।

উপজেলার ফুকরা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, রাজিব পরিবহণের একটি বাস ও এক প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ নিহত হয়েছে কি না, উদ্ধারকাজ শেষে তা বলা সম্ভব হবে। বর্তমানে সড়ক স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যেরা কাজ করছেন।

এরই মধ্যে আহত ব্যক্তিদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT