ঢাকা (সকাল ১১:১৬) রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং

গাজীপুরে নৌকার মাঝি হলেন যারা



আসনে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

 

আজ রোববার (২৬ নভেম্বর) বিকালে গণভবন থেকে সারাদেশের ৩০০ আসনের সঙ্গে গাজীপুরের ৫টি আসনের মনোনয়ন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

গাজীপুরের ৫টি আসনের চারটিতে পুরোনো সংসদ সদস্যদের মনোনীত করা হলেও নতুনত্ব এসেছে ৩ আসনে।

 

গাজীপুর- ১ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক (এমপি), গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি), গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজের পরিবর্তে নতুন মুখ রহমত আলী কন্যা রুমানা আলী টুসি, গাজীপুর-৪ আসনে তাজউদ্দিন কন্যা ও বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি (এমপি) ও গাজীপুর-৫ আসনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকিকে (এমপি) দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়েছে।

 

মনোনয়ন ঘোষণার পরপরই গাজীপুরের এই আসনগুলোতে নৌকা প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকদের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে৷

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT