ঢাকা (রাত ৩:৪১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ১সপ্তাহ পর উদ্ধার, আটক ১

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ
অপহরনকারী (মাঝে)

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:০০, ১১ নভেম্বর, ২০১৯

তারেক আল মুরশিদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে
অপহরণের ৭ দিন পর উপজেলার উল্লাবাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রিন্স মিয়া নামে
(২২) এক যুবককে আটক করা হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত প্রিন্স মিয়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর গ্রামের আব্দুস সামাদের
ছেলে।
পরিবারের অভিযোগ, সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে স্কুল যাওয়ার পথে প্রিন্স প্রায়ই উত্যক্ত করে আসছিল। গত ৩
নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রিন্স ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। পরে উল্লাবাজার এলাকায়
একটি বাড়িতে রেখে নির্যাতন চালায় ও ধর্ষণ করে। পরে থানায় মামলা হলে পুলিশ অপহরণকারী ও ধর্ষককে
আটক করে। এ ঘটনায় মেয়েটির স্বজনরা সুষ্ঠু বিচারের দাবি জানান।
সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির জানান, মেয়েটির খোঁজ না পেয়ে তার
পরিবার থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্ত প্রিন্সকে আটক করা
হয়। পরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT