ঢাকা (দুপুর ১২:১৪) সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কোনাবাড়িতে ভয়াবহ আগুন, ৩ বাড়ি পুড়ে ছাই

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার দুপুর ০৩:৫২, ২৫ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনাবাড়ি এলাকার এমএম গার্মেন্টস এর বিপরীত পাশে মাজার সংলগ্ন শহিদ কাজী, মেরাজ হোসেন ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তার মর্ডাণ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বাড়ির ৫৭টি কক্ষে ভাড়াটিয়া ও বাড়ির মালিকের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম এ অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT