কেশবপুরে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টস এর মালিককে জরিমানাসহ কারাদণ্ড
মোঃআলম,যশোর মঙ্গলবার রাত ১১:৩৮, ৬ অক্টোবর, ২০২০
যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের মালিক এবং সুজাপুর গ্রামের রিজাউল ইসলামকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের সাবদিয়া এলাকার সরকারি কবরস্থান সংলগ্ন হাসানের বাড়ীর প্রথম তলা ও দ্বিতীয় তলা ভাড়া নিয়ে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের কারখানা অবস্থিত ৷
(৬ অক্টোবর) মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের মালিকের বৈধ কাগজপত্রের অনুমোদন না থাকায় এবং নামি-দামি কোম্পানীর পণ্যের মোড়ক ব্যবহার করে, তেল,পাউডার, নুডুসসহ বিভিন্ন পণ্যের নাম নকল করে বাজারজাত করণের অপরাধে হাফিজুর রহমানকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা ও উভয়দন্ডে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ৷
অপর দিকে উপজেলা সুজাপুর গ্রামের রাস্তার পাশ থেকে সরকারি গাছ কর্তন করার অপরাধে ওই গ্রামের রিজাউল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ৷
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ ফারুক হোসেন, অফিস সহায়ক জুলফিকার হাসান,মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আশরাফুল জামানসহ কেশবপুর থানা পুলিশ সদস্যরা ৷