কৃষকের ধান কেটে দিলো বড়লেখার ছাত্রলীগ
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার রাত ০৮:৫৮, ২৩ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি সুমন আহমেদের তত্বাবদানে ও বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের নেতৃত্বে নেতাকর্মীরা বড়লেখা উপজেলার নেতা কর্মী,এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের মুর্শিবাদ , এলাকায় কৃষকদের ধান পাঁকা কেটে তাদের বাড়ি পৌঁছে দেন। মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশেই শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। উচ্চ মজুরী দিয়েও তারা শ্রমিক পাচ্ছেন না তারা। তাই কৃষকরা বিপাকে পড়েছেন আবহাওয়ার পূর্বভাসে বলা হচ্ছে বন্যার সম্ভাবনা তাই, বড়লেখা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের এমন উদ্যোগের কথা শুনা গেলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরোজমিনে গিয়ে ধান কাটার এ চিত্র দেখা যায়। এ বিষয়ে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন জানান করোনা পরিস্থিতিতে। দেশের শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না দেশের হাওর এলাকার কৃষকরা এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বড়লেখা উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের অংশ গ্রহন লক্ষনীয়।