ঢাকা (সন্ধ্যা ৭:০৮) সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কু‌ড়িগ্রা‌ম-৩ উলিপুর আস‌নের সাংসদ অধ‌্যাপক এম এ ম‌তিন ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ০৩:২৪, ১ আগস্ট, ২০২০

কু‌ড়িগ্রা‌ম-৩ উলিপুর আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যাপক এম এ ম‌তিন ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। জানা গেছে, গত ক‌য়েক‌দিন ধ‌রে সংসদ সদস‌্য অধ‌্যাপক এম এ ম‌তিন ক‌রোনা উপসর্গ জ্বর ও শ্বাসক‌ষ্টে ভুগ‌ছি‌লেন। প‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য বিভাগ তার নমুনা সংগ্রহ ক‌রেন।
শুক্রবার রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের পি‌সিআর ল‌্যা‌বের ফলাফল অনুযায়ী তার শরী‌রে কোভিড-১৯  এর অ‌স্তিত্ব পাওয়া যায়।
উপ‌জেলা স্বাস্থ‌্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করে ব‌লেন, ক‌রোনা প‌জি‌টিভ রিপোর্ট আস‌লেও তি‌নি বর্তমা‌নে সুস্থ আছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT