ঢাকা (রাত ২:২৭) শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুয়েত বাংলাদেশ দূতাবাস নতুন ঠিকানায় স্থানান্তর

প্রবাস সংবাদ ২৩২৯৫ বার পঠিত
ফাইল ছবিঃ বাংলাদেশ দূতাবাস, কুয়েত।
ফাইল ছবিঃ বাংলাদেশ দূতাবাস, কুয়েত।

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার সকাল ১০:২৪, ৩১ জুলাই, ২০১৯

আরিফুল ইসলাম, কুয়েতঃ বাংলাদেশ দূতাবাস কুয়েত খালেদিয়া থেকে মেসিলায় স্থানান্তর করা হয়েছে। মেসিলা ব্লক- ৭, রোড নম্বর- ১৬, বাড়ি নম্বর- ৯১ ও ৯৩। মঙ্গলবার ৩০ জুলাই কাউন্সেলর (রাজঃ) ও দূতালয় প্রধান মোঃ আনিসুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদিয়া আগের ঠিকানায় অফিস ফি সংক্রান্ত কনস্যুলার সেবা সমূহ যেমনঃ পাসপোর্ট, ভিসা, ট্রাভেল পারমিট, ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, রিলেশন সার্টিফিকেট, জন্ম সনদ, নাম সংশোধন সনদ একাডেমিক সার্টিফিকেট সত্যায়ন, ফটো সত্যায়ন, এবং প্রত্যায়নপত্র ইত্যাদি চালু থাকবে।
১লা আগস্ট থেকে ফি ব্যতীত কনস্যুলার সেবা দেয়া হবে। যেমন- মৃত্যু সংক্রান্ত সনদ, প্রবাসী সনদ, বিভিন্ন অভিযোগ সংক্রান্ত পত্র প্রদান ও গ্রহণ করা হবে মেসিলা নতুন ঠিকানায়। এ ছাড়া ১৬ আগস্ট থেকে দূতাবাসের সকল কার্যক্রম নতুন ঠিকানায় শুরু হবে বলেও জানানো হয়।

জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছেঃ নুর জামাল (অভ্যর্থনাকারী)- ৫০৫৯৫৩০৮, মোঃ জিহোন ইসলাম পি.ওটু, মান্যবর রাষ্ট্রদূত ৫০৫৯৫২৬৫, প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম ৫০৫৯৫৬১৫।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT