ঢাকা (সকাল ৯:০৫) শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার বিকেল ০৫:৪৭, ২ মে, ২০২১

গণপরিবহন চালু ও খাদ্য সহায়তাসহ ৩ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস ও মিনিবাস শ্রমিকরা।

রবিবার (২ মে) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শাপলা চত্ত্বরে সড়ক বন্ধ করে দিয়ে সমাবেশ করেন শ্রমিকরা। এসময় বক্তব্য রাখেন জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক নুর আমিন প্রমুখ।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়ার দাবি জানান তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT