ঢাকা (সকাল ১১:২১) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


কুমিল্লা-১ আসনে নৌকার পথসভা রুপ নিয়েছে জনসভায়

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার রাত ০৮:৫৩, ৩ জানুয়ারী, ২০২৪

কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের পথসভা রুপ নিয়েছে বিশাল জনসভায়। পথসভা গুলোতে দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারন মানুষ অংশগ্রহণ করছেন উচ্ছাস নিয়ে।

বুধবার (৩ জানুয়ারি) দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পথ সভায় অংশ নেন নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। এই পথসভা বিশাল জনসভায় রুপ নেয়। পথ সভা শুরু হওয়ার পর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে বিশাল মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন। এসব মিছিলে নেচে গেয়ে এই পথ সভায় অংশ নিতে দেখা গেছে।

সভায় নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, উন্নত, সমৃদ্ধ, শান্তির দাউদকান্দি-তিতাস গড়তে নৌকায় ভোট দিন। আপনারা নৌকায় ভোট দিয়ে বিজয় করান, আমরা আগামী পাঁচ বছর আপনাদের উন্নয়নে কাজ করবো। সন্ত্রাস, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত দাউদকান্দি-তিতাস গড়ে তুলবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে দাউদকান্দি-তিতাসে মেডিকেল কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, আইটি ইনকিউবিউটর সেন্টারস স্থাপনসহ আরো অনেক উন্নয়ন কাজ করবো। দেশে বসেই যেন বিদেশের টাকা ইনকাম করতে পারে সেই ভাবে তরুণদের গড়ে তুলা হবে।

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন খন্দকারের সভাপতিত্বে এবং মাকসুদ আলম জোয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, শাহজাহান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT