ঢাকা (সকাল ৮:৩৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কালীগঞ্জে গুজব বিরোধী আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৮:২৯, ২৭ জুলাই, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : বেশকিছু দিন যাবত রাষ্ট্র বিরোধী একটি কুচক্রী মহল বিভিন্ন সময় বিভিন্ন গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। বাংলাদেশের সবচেয়ে বড় পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু নির্মানের শুরু থেকে একটি মহল চক্রান্ত করে আসছে, তবুও বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে নির্মান করছেন সেতুটি। সম্প্রতি কুচক্রী মহলটি সোসাল মিডিয়ার ব্যবহার করে গুজব রটিয়েছে পদ্মা সেতুতে মানুষের মাথা দিতে হবে যা দেশের বিভিন্ন স্থান থেকে নেওয়া হবে। সোসাল মিডিয়ায় কথাগুলো প্রচার করার পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কুচক্রী মহলটি গুজবকে রুপদান করার লক্ষ্য বিভিন্ন পায়তারা চালিয়ে যাচ্ছে।

সারা দেশের ন্যায় গুজবের প্রভাব রংপুর বিভাগে কম হলেও বয়কট করার মত নয়। আর গুজবের প্রভাব সীমান্তবর্তী জেলা লালমনিরহাটেও পড়েছে।
গুজব মোকাবেলায় সরকার এর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষহতে একটি কন্ট্রোরুম চালু করা হয়েছে। গুজবের নাম করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা বা কাল্লাকাটা সন্দেহে বেশকিছু নিরিহ নিরপরাধ মানুষের গনপিটুনিতে মৃত্যু হয়েছে।
গুজব প্রতিরোধে সরকার দেশের সর্বত্র সজাগ রয়েছেন এবং গুজব মোকাবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
তারই ফলস্রুতিতে জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে কালীগঞ্জ থানা পুলিশ আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  এএসপি বি- সার্কেল তাপস সরকার, বিশেে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার মোঃ রবিউল ইসলাম, আরো উপস্থিত ছিলেন,কমিউনিটি পুলিশিং ইউনিট থানা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সম্পাদক মনিরুল ইসলাম কান্চন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য, সাংবাদিক,ইমাম পুরোহিত,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, ব্যবসায়ী,ডাক্তার, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং এর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT