ঢাকা (সকাল ১০:০৫) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কাবুলের দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে নারীর ছবি

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock সোমবার ভোর ০৪:০৫, ১৬ আগস্ট, ২০২১

টানা দুই দশক পর আবারও আফগানিস্তানে তালেবান শাসন শুরু হতে যাচ্ছে। গত তিন মাসে একের পর এক শহর দখল করে তালেবান যোদ্ধারা আজ দেশটির রাজধানী কাবুলে প্রবেশে করে। তবে তার আগেই কাবুলের বিভিন্ন দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে নারীদের ছবি।

আজ রোববার আফগানিস্তানের টেলিভিশন স্টেশন টোলো নিউজের প্রধান লুৎফুল্লাহ নাজাফিজাদা এরকম একটি ছবি টুইটারে শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যাক্তি কাবুলের একটি দেয়াল থেকে পণ্যের বিজ্ঞাপন হিসেবে থাকা নারীদের ছবি মুছে ফেলতে চুনকাম করছেন।

এদিকে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়েছেন বলে আজ রোববার দেশটির স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ এ খবর জানিয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ট দুজন সহযোগী রয়েছেন।

দেশের বিভিন্ন এলাকা তালেবানের দখলে চলে যাওয়ায় গত কয়েক দিন ধরে হাজারো মানুষ নিরাপত্তার আশায় কাবুলে এসে আশ্রয় নিয়েছিল। এখন তারা মরিয়া হয়ে কাবুল ছাড়ার চেষ্টা করছেন। প্রতিবেশী দেশ পাকিস্তানে যাওয়ার আশায় অনেকেই ভিড় করেছেন সীমান্তে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, তালেবান বাহিনীর অগ্রযাত্রার মধ্যে কাবুলে বিভিন্ন পেশায় যুক্ত নারীরা গত কয়েক দিন ধরেই সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT