ঢাকা (সন্ধ্যা ৬:১১) রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল নির্মাণ শ্রমিক

বিদ্যুৎস্পৃষ্ট

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock বুধবার সকাল ০৯:৪৮, ৩ জুলাই, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (৫০) নামে এক ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হামিদ একই গ্রামের মৃত হজো প্রধানের ছেলে।

স্থানীয়রা এবং নিহতের পরিবার জানান, নিজ গ্রামের জনৈক ব্যক্তির পাকা ভবন নির্মাণ কাজ চলছে। উক্ত নির্মাণাধীন ভবনের ছাদে উঠে কাজ করার সময় ভবনের উপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের সঙ্গে শ্রমিক আব্দুল হামিদের হাতে থাকা বেলচা স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা মমতাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের এবং স্থানীয়দের কোনো অভিযোগ না থাকলে লাশ দাফনের ব্যবস্থা করার জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT