করোনা মোকাবিলায় মানবতার হাত প্রসারিত করলেন নাগরপুরের দু’ভাই
মোঃ কামরুজ্জামান বুধবার সন্ধ্যা ০৭:১৩, ২২ এপ্রিল, ২০২০
মো. শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের আপন দুই ভাই খন্দকার শাহজাদা ও খন্দকার ওয়াহিদ মুরাদ শতাধিক পরিবারের প্রতি সহায়তায় হাত বাড়িয়ে দিলেন। নাগরপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেশের সঙ্কটময় সময়ে পরিস্থিতির স্বীকার নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ালেন। ২২ এপ্রিল বুধবার খন্দকার ভাইদের পক্ষ থেকে চাউল, ডাউল, তেল, পেঁয়াজ, লবন, সাবান, ছোলা এর প্যাকেট গুলো এসব পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেন তাদের ভাগিনা খন্দকার সেলিম, মো. জিহাদ হোসেন ডিপটি, শফিকুল, আবীর। এ বিষয়ে খন্দকার শাহাজাদা ও ওয়াহিদ মুরাদ বলেন, করোনা মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপে সাধারণ মানুষগুলো ঘরে থেকে করোনা মোকাবিলায় অংশ গ্রহণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা দুই ভাই আজ শতাধিক পরিবারের খাদ্য কষ্ট লাগবের চেষ্টা করেছি মাত্র। দেশের সকল নাগরিক যদি তাদের নাগরিক দায়িত্ব পালন করেন এবং প্রত্যেকের অবস্থান থেকে কাজ করেন তবে করোনা মোকাবিলা সহজ ও সম্ভব হবে। স্বাস্থ্য বিধি মেনে চলে, আসুন সবাই সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকি। সবাই মিলে করোনা প্রতিরোধ করি।